Saturday, March 5, 2022

হুমায়ূন ফরিদীর সেরা উক্তি

হুমায়ূন ফরিদী

হুমায়ুন ফরীদির সেরা ২১টি উক্তি :

1. তুমি বলেছিলে মানুষ বদলায়

তাই তুমি বদলে গেলে কিন্তু

আমি বদলায় নি তবে আমি কি মানুষ নই?


2. আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মত প্রাধান্য দেই। নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়।


3. কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছো না৷ অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো - কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই, ভালোবাসাটি এমন।


4. প্রেমের আর একটা দিক হচ্ছে না বুঝা, আপনি কেন প্রেমে পড়েছেন? সেইটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতোই সমান।


5. মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।


6. কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই!


7. এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে আমার না হোক।


8. কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।


9. উটে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত।


10. মৃত্যুর মতো এতো স্নিগ্ধ, এতো গভীর, সুন্দর আর কিছু নেই কারন মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছো তখন তোমাকে মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য তাকে ভালবাসাটাই শ্রেয়। মৃত্যুকে ভয় পাওয়াটা মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো - গ্রহন করো, বরণ করে নাও।


11. যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে, জেনো‌ তুমি কিছু একটা করছো। যা ওরা করতে পারছেনা। মাথায় নিও না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।


12. Life is nothing but a journey towards death, আপোষ করে তো ভিতু মানুষ। আপোষ করে তো মেরুদন্ড হীন প্রাণী। মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। মানুষ কখনও বৃদ্ধ হয়না। মানুষ তার মনে মনে সারাজীবনই ২৮ বছর বছরে থাকে। তুমি এমন কিছু আশা করবে না, যেটা তোমার নাগালের বাইরে।


13. তুমি যখন কাউকে ভালোবাসবে তখন একবুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। একবুক সমুদ্র না হলে সেই প্রেমের কোন অর্থ থাকে না।


14. আমি আমার শত্রুকে ‘বধ’ করার জন্য আমার ‘হাসি টুকু’ অস্ত্র হিসেবে ব্যবহার করি। মানুষ পিছনে অনেক কিছু বলে, এটাই নিয়তি। 


15. জীবনে চাইলেই কাউকে কখনও নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। 


16. সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না - অবশ্যই সুখী হবেন।


17. জীবন মানে ক্রমাগত, মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া।


18. কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে; আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনােই চায় না, বা আশা করে না।


19. কাউকে ভালোবাসতে হলে, এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। তবেই তুমি ভালোবাসতে পারবে।


20. একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো - বিশ্বাস ঘাতকতা করে না।


21. ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে - সারা জীবন কষ্ট সইতে দ্বিধা বোধ করে না।


ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন।  




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: